চট্টগ্রামের রাউজান নির্বাচনী আসনের আওয়ামীলীগের চার বারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরী অসুস্থ। তাদের সুস্থতায় রাউজান পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার ১০ অক্টোবর সকালে পৌরসভার সম্মেলন কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, সাবের হোসেন, দীপলু দে দিপু, সবুজ দে ভানু, সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, আরফানুল ইসলাম আবির। এরপর এতিমখানার ছাত্রদের দেয়া হয় খাবার। দোয়া মাহফিলে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সংসদপুত্র ফারাজ করিম ও ফারহান করিম আগামী রাউজানের আলোর দিশারী। ইতিমধ্যে দুই তরুণ সারাদেশে রাউজানকে আলোকিত করেছেন। যারা দেশ ও মানবিক কল্যাণে জন্য কাজ করে তাদের মধ্যে ফারাজ করিম ও ফারহান করিম অন্যতম। তিনি দুই কৃর্তিমান তরুণ রাজনৈতিকের সুস্থতা কামনা করেন দোয়া মাহফিলে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।