রাউজানে আবারো পুকুরের পানিতে ডুবে মো.আয়ান শাওন নামে সাড়ে ৩বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গত সোমবার (১৪ নভেম্বর) রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সীর বাড়ি সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।এর আগে গত সোমবার বিকেল ৩টায় রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলিখীল গ্রামস্থ নানার বাড়িতে পুকুরে পড়ে যায়৷পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ওই শিশু রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সী বাড়ির দুবাই প্রবাসী আরফাত সানির ছেলে।স্থানীয় বাসিন্দা শাহ নেওয়াজ বাবুর্চি জানান,শিশু শাওন তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।সেখানে পুকুরে পড়ে মারা গেলে বাড়িতে এনে দাফন করা হয়।রাউজানে ঘন ঘন পানিতে ডুবে শিশুর মৃত্যু বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে শিশুদের মা'দের সচেতন হওয়ার আহবান সচেতন মহল।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।