নানা মূখী চাষাবাদে জীবণ জীবিকায় একজন সফল কৃষক রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া এলাকার মোহাম্মদ মনচুর। ধান ক্ষেত, সব্জি ক্ষেত করে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘ দেড়যুগ ধরে। কৃষক মোহাম্মদ মনচুর এবার শুস্ক মৌসুমে নতুন করে ১ একর ২০ শতক জমিতে বাঙ্গী ক্ষেতের চাষাবাদ করেছেন। কৃষক মনচুর জানান, ১ একর ২০ শতক জমিতে বাঙ্গী ক্ষেতের চাষাবাদ করতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বাঙ্গী ক্ষেতের ফলন আসার পর থেকে এ পর্যন্ত ৫০ হাজার টাকার বাঙ্গী বিক্রয় করেছেন। আরো ১ লাখ টাকার বাঙ্গী বিক্রয় করার আশা করছেন এ কৃষক। কৃষক মনসুর বাঙ্গী ক্ষেত ছাড়াও বোরো ধানের চাষাবাদ করেছেন প্রায় তিন একর। বর্গা জমি নিয়ে এসব চাষাবাদ করে তার পরিবার পরিজন নিয়ে সুখে জীবন যাপন করছেন বলে জানান তিনি। জানা যায়, রাউজানের পশ্চিম সুলতানপুর, কাজী পাড়া, হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, গর্জনিয়া, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, কেউটিয়া, খলিলাবাদ, কদলপুর ইউনিয়নের কালকাতরপাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া এলাকায় শুস্ক মৌসুমে কৃষকরা বাঙ্গী ক্ষেতের চাষাবাদ করেছেন। রাউজান উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি না হলে বাঙ্গী ক্ষেতের ক্ষতি হবে না । তবে বজ্রসহ বৃষ্টি হলে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।