প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২২, ১১:১১ এ.এম
রাউজানে কদলপুরে নিজ ঘরে এক স্কুল ছাত্রী আত্মহত্যা।
চট্টগ্রামের রাউজানে জান্নাতুল মাওয়া রিপা (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আজ সোমবার (২৯-আগস্ট) সকালের দিকে নিজ বাসায় আত্মহত্যা করেন রিপা।
সেই উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মানচিপাড়া গ্রামের মৌলনা মো: মহিউদ্দিনের মেয়ে।
আত্মহত্যা কারি সেই কদলপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনার খবর পেয়ে রাউজান থানার পুলিশ লাশ উদ্ধার করে দুপুর ১টার দিকে ময়না তদন্তের রিপোর্টরে জন্য লাশ মরগে পাঠান।
আত্মহননকারীর পিতা বলেছেন মেয়েকে ঘরে রেখে পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে ঘরে এসে দেখেন মেয়ের শোয়ার কক্ষটি ভিতর থেকে হুক দেয়া। সকলেই ধারণা ছিল মেয়ে ঘুম যাচ্ছে। সকালে ওই কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন মেয়ে জানালা সাথে নিজের গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার বিষয়ে এলাকার লোকজন বলছেন, রিপা অনেক ভালো একজন মেয়ে ছিলেন। সবার সাথে হাঁসি খুশিতে থাকতেন। হয়তো কারো সাথে প্রেমের সম্পর্কের কারণে এমন ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফসার মুরাদ বাবুল বলেন, আত্মহত্যা কারি রিপার বাবা-মা ঘটনার দিন রাতে বাড়িতে ছিলোনা, সকালে এসে তাকে ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে। পরে রুমের দরজা বেঙে দেখতে পান রিপা আত্মহত্যা করেছে। পরে আমাদের খবর দিলে পুলিশ'সহ লাশ উদ্ধার করি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) আবদুল্লাহ্ আল হারুন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। যেহেতু জানালার সঙ্গে সেহেতু বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি জানান অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।
© আলোকিত রাউজান সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত