চট্টগ্রামের রাউজানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দীন (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অদুদিয়া সড়কের আর্তুন্নিরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে নতুন হাট থেকে যাত্রীবোঝাই একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি সড়ক থেকে ধানক্ষেতে পড়ে যায়।এতে সিএনজির যাত্রী সবজি ব্যবসায়ী নাজিম উদ্দীন ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।নিহত নাজিম উদ্দীন রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। স্থানীয় মানিক নামের এক যুবক জানান, সকালে সবজি আনতে নাজিম নতুন হাট থেকে সিএনজিতে করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে কাভার্ড ভ্যানটি রং সাইডে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।নিহত নাজিম উদ্দীন চার কন্যা সন্তানের জনক ছিলেন। তাদের মধ্যে এক কন্যার বিয়ে হয়েছে।দুর্ঘটনার পর পুলিশ গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এবং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।