চট্টগ্রামের রাউজানে ৪শ’ গ্রাম গাঁজাসহ মো. সালমান (৩০) নামে পাঁচ মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোররাতে রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডস্থ জলিল নগর বাস ষ্টেশান এলাকার রুস্তম শাহ (রা.) মাজার গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাউজান সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইউনুছ কোম্পানী বাড়ির মো. শফিউল আজম ওরফে আমীরের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান থানার সহকারী উপপরিদর্শক সুজন চন্দ্র পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ৫মাদক মামলার আসামী সালমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামরা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।