সমাজ সংস্কারমূলক মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) শাখার উদ্যোগে সকল ঈদের সেরা ঈদ,ঈদে মিলাদুন্নবী (দ.)'র সম্মানে হাজার হাজার নবী প্রেমিকের অংশগ্রহণে বিশাল স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট শুক্রবার সকাল ৯টায় জুলুসটি শুরু হয় চট্টগ্রাম- রাঙামাটি সড়কের গহিরা আলীয়া মাদরাসা ময়দান থেকে। জুলুসটি জলিল নগর বাসস্ট্যান্ড ও ফকির হাট প্রদক্ষিণ করে রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে জুলুস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিনের মোনাজাতের মাধ্যমে শেষ হয়। জুলুস কমিটির সচিব আ স ম রফিকুল ইসলাম রেজভীর ও মুহাম্মদ আবু তাহের যৌথ সঞ্চালনায় জুলুস পূর্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মেহমুদ নেওয়াজ,অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এস এম ইয়াসিন হোসাইন হায়দারী, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস নূরী, কে এম ওমর ফারুক, সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ নোমান, মাওলানা জসিম উদ্দিন, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ জাফর মেম্বার, মাওলানা গাজী ফোরকান, মাওলানা আব্দুল মান্নান, আবু তাহের সওদাগর, আলহাজ্ব সৈয়দ মিয়া, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, আমান উল্লাহ আমান, মুহাম্মদ আব্দুল্লাহ মেম্বার, মাওলানা মুহাম্মদ শওকত হোসেন,মুহাম্মদ খোকন, মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী, এম সাজ্জাদ হোসেন চৌধুরী, মাওলানা এহসান কাদের, মুহাম্মদ মিজানুর রহমান, এডভোকেট হামেদ হাসান, তসলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ মনির উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম রাফি, মুহাম্মদ মাসুদ রানা, রাশেদুল ইসলাম, রবিউল হোসাইন সুমন, কাজী জুলফিকার, মাকসুদুল ইসলাম সুমন প্রমুখ। এসময় নারায়ে তাকবির ও নারায়ে রিসালাতের শ্লোগানে মুখরিত হয় রাউজান সদরে। জুলুসে আগত নবী প্রেমে সিক্ত মুসল্লীদের মুখে ছিল নাতে রাসূলের ধ্বনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা ও মোস্তফা জানে রহমতে লাখো সালামসহ বিভিন্ন গজল পরিবেশ করতে দেখা যায়।
জানা যায়, পদব্রজে দীর্ঘ ছয় কিলোমিটার জুলুস করেন আশেকে রাসুলরা। তীব্র রোদে উপেক্ষা করে প্রিয় নবীর আগমনের জুলুসে সকলের মাঝে ছিল ঈদের আমেজ। মুসল্লীদের মুখে মুখে ছিল হিংসা-বিদ্বেষ ভুলে সমতার সমাজ গড়ে তোলার প্রত্যয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।