চট্টগ্রামের রাউজানে পণ্যবাহী ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ দুই যুবক গুরুতর আহত হয়েছে। ১৬ মে মঙ্গলবার বিকালে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাউজান প্রেসক্লাবে সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত দুইজন মোটর সাইকেল আরোহী। জানা যায়, চট্টগ্রাম শহর থেকে পণ্যবাহী ট্্রাকটি রাঙ্গামাটি দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় মোটর চালক মোহাম্মদ সাইম (২১), পিতা মোহাম্মদ তোফায়েল ও মোটর সাইকেলের আরহী মোহাম্মদ ইমন (২১), পিতা তৌহিদুল আলম। দুই জনের বাড়ী ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকায়। আহতদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।