চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের বর্ণিক পাড়া এলাকায় দুর্বৃত্তের দেওয়া আগুনে সনাতন ধর্মাবলম্বী সুরঞ্জন শীলের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনীয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।পরিদর্শনকালে পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়।স্থানীয়রা জানান,অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, “সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করা। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন,এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন,তাদের পুরস্কৃত করা হবে।”
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।