শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাউজানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সঙ্গে শুভেচ্ছা করেছেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক ও রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম। মঙ্গলবার অষ্টমীতে রাউজান পৌর এলাকার পালিত পাড়া শিবমন্দির, রাস বিহার ধাম মন্দিরের পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা।এসময় আরও উপস্থিত ছিলেন রাউজান সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা আবু বক্কর চৌধুরী,যুবদল নেতা শহীদুল ইসলাম,তাপস দাশগুপ্ত প্রমুখ।পরিদর্শনকালে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম বলেন, পৃথিবীতে যখন অত্যাচার অনাচার শুরু হয়, তখন অসুরকে বধ করতে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। অসুর বিনাশের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, রাউজান সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে সকল ধর্মের মানুষের বসবাস। এই সম্প্রীতি অটুট রেখে আমাদের চলতে হবে। কোনো প্রকার উগ্রবাদ রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছে। তারা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে।এসব দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।