নেজাম উদ্দিন রানা
চট্টগ্রামের রাউজানে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত হয়। ৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ব্রি স্যাটেলাইট স্টেশন চট্টগ্রামের আয়োজনে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর কীটতত্ত্ব বিভাগের বাস্তবায়নে বিনাজুরী ইউনিয়নের উত্তর গুজরা বিনাজুরী সার্বজনীন দয়াময়ী কালীবাড়ি মাঠে অনুষ্ঠানে
মাঠ দিবসের অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নজমুল বারী।বিশেষ অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ বি এম আনোয়ার উদ্দিন মাছুম, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ,রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। উপ সহকারী কৃষি কর্মকর্তা শিবু সংকর দে'র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা কাজী মোছাম্মৎ ইয়াছমিন আকতার, অসীম বিকাশ সেন, মিল্টন দাশ, কৃষক শপু বড়ুয়া, মনোজ বড়ুয়া।অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক হঅংশ নেন।অনুষ্ঠানে অতিথিগণ বলেন, কীটনাশকের ব্যবহার শুধু ফসল নয়, মানবজীবনেও ক্ষতিকর প্রভাব ফেলে। তাই কীটনাশকের ব্যবহার কমাতে হবে। অনুষ্ঠানে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর তথ্যচিত্র প্রদর্শনী করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।