ইংরেজী নতুন শুরুর প্রথম দিনে রাউজানে শিক্ষার্থীদের হাতে বিনা মুল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। জানা যায়, রাউজানের প্রতিটি স্কুল,কলেজ মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই হাতে বিনামুল্যে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দে মেতে উঠে। ১ জানুয়ারী রবিবার সকালে রাউজান পৌরসভার আওতায় পরিচালিত পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই,স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রিক বিতরণ করেছেন রাউজান পৌরসভার কাউন্সিলর বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক বড়ুয়ার সভাপতিত্বে ও শিক্ষক জিয়া উদ্দিন মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি নিজানুর রহমান,আওয়ামীলীগ নেতা মোহিদ আলম,যুবলীগ নেতা সেলিম উদ্দিন,নাছির উদ্দিম মউন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস বলেন, নতুন বৎসরের শুরুতেই সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল, ইবদেতায়ী মাদ্রাসার ৪১ হাজার শিক্ষার্থীর হাতে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।