রাউজানে বালুবাহী ট্রাক চাপায় মো. আবু তৈয়ব নামে ৪০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) রাত ১০টায় রাউজান পৌরসভার জলিল নগরের মাইক্রোবাস স্টেশন সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তৈয়ব পার্বত্য রাঙামাটি জেলার বেতবুনিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গোদার পাড় এলাকার প্রয়াত সায়ের মোহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাত ১০ টায় জলিল নগরের মাইক্রো স্টেশন সংলগ্ন একটি সিএনজি চালিত অটোরিকশা গ্যারেজে তার অটোরিকশাটি মেরামত করতে দিয়ে আমানিয়া হোটেলে চা পান করতে গিয়েছিলেন আবু তৈয়ব। চা পান শেষে সড়ক পার হওয়ার সময় দ্রæতগামীর বালুবাহী ট্রাকের (চট্ট মেট্রো-ড-১১-১৮৯৪) ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান আবু তৈয়ব। সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে থানা ও রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই আবু তৈয়বের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। স্বামীর মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্ত্রী লাভলী আকতার ও ছেলে রাফিসহ আত্মীয়-স্বজনেরা। তাদের আজাহারীতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। বাবাকে চাপা দেওয়া ট্রাক চলকের শাস্তি দাবি করেছেন নিহতের ছেলে রাফি। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।