চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে তাঁর পুত্র সাকের কাদের চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিন বিকেলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়নপত্র জমা দেন। তাঁর পক্ষে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে মনোনয়নপত্র দাখিল করে। তবে জেলা প্রশাসক কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাতে চাননি প্রতিনিধিদলটি। মনোনয়নপত্র জমা দিয়েই তারা দ্রুত কার্যালয় ত্যাগ করেন।তবে বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।
অন্যদিকে বিএনপির আরেক মনোনীত প্রার্থী,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞার কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া দুপুর আড়াইটার দিকে ১২ দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান মঞ্জু জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদারও একই কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বৃহত্তর সুন্নি জোটের পক্ষে মোমবাতি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা সভাপতি অধ্যক্ষ ইলিয়াছ নূরী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নিজে উপস্থিত ছিলেন না। পরে মুন্সিরঘাটায় এক সমাবেশে তিনি বলেন,রাউজান আমার রক্তের সম্পর্ক। রাউজানের মাটি ও মানুষ আমার রক্তের সঙ্গে জড়িত। আমি রাউজানে নির্বাচন করবো এবং মানুষের ভালোবাসা নিয়ে বিজয়ী হবো।মনোনয়নপত্র জমা শেষে গোলাম আকবর খোন্দকার বলেন,আমি বিএনপির রাজনীতি করি এবং বিএনপির মনোনয়ন পেয়েছি। রাউজানকে সন্ত্রাসমুক্ত করে সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করাই আমার লক্ষ্য।”এই আসনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে কাকে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত করা হবে—এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা জানান, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এখন পর্যন্ত দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন—একজন বিএনপির দলীয় প্রার্থী এবং অন্যজন মোমবাতি প্রতীকের প্রার্থী।তিনি আরও জানান, এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার এবং ভোটকেন্দ্র রয়েছে ৯৫টি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।