চট্টগ্রামে রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৭) নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে । গত বুধবার (৫ অক্টোবর) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উরকিরচর গ্রামের সুজার বাড়ির আবদুস ছবুরের পুত্র ও উরকিরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয়রা বলেছেন, বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক সংগঠন সমূহের আয়োজনে উরকিরচর জনতা সংঘের ব্যানারে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের বৈদ্যুতিক লাইটের সাজসজ্জার কাজ চলছিল। রাত আটটার দিকে রামিম ওই কাজে সহায়তা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গতকাল বৃহস্পতিবার সকলে নিহতের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন ওই ঘটনাটি সম্পর্কে থানা পুলিশকে কেউ অবহিত করেনি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।