পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাউজানের বিভিন্ন শপিং মল গুলোতে ঈদের কোনাকাটা করতে ক্রেতাদের ভীড় বাড়ছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঈদের কেনার ব্যস্ত সময় কাটাচ্ছে নারী পুরুষেরা। রাউজান উপজেলা সদরের ফকির হাট ডিউ বিজি শপিং মহল, তাহের প্লাজা মাকেট, সিটি সেন্ট্রার, চৌধুরী মার্কেট ছত্তার মার্কেট, মা মনি শপিং মল, রাউজান ফকির হাট মধ্য বাজার, পুর্ব বাজার, মুন্সির ঘাটা, হাজী আবছার মার্কেট, হলদিয়া আমির হাট, গহিরা চৌমুহনী বাজার, নোয়াজিশপুর নতুন হাট বাজার, নোয়াপাড়া পথের হাটের ভারতেরশ্বরী প্লাজা মার্কেট, আমির মার্কেট, খায়েজ মার্কেট, সতিশ মার্কেট, পাহাড়তলী চৌমুহনী এলাকায় মকবুল টাওয়ার, রহমান প্লাজা, ইব্রাহিম মার্কেট সহ বিভিন্ন মাকের্টে ক্রেতারা এসে তাদের পছন্দের পোষাক ক্রয় করতে দেখা গেছে। ক্রেতাদেও পছন্দেও কেনাকাটার মধ্যে রয়েছে শাড়ী, থ্রী পিস, কামিজ, প্যাণ্ট, শার্ট, পাঞ্জাবী ও ছোট বাচ্চাদের বাহারী পোষাক। ক্রেতাদের মধ্যে বেশীর ভাগ রয়েছে নারী ও কিশোর কিশোরীরা। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে শপিং মল ও মার্কেট গুলোতে দেখা যায়। ফকির হাট বাজারে কেনাকাটা করতে আসা রিনা আকতার বলেন, রমজান মাসের শুরুতেই ঈদের কেনাকাটা শেষ করে ঝামেলা থেকে বাঁচতে চাই। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাউজানের শপিং মল মাকের্টে গুলোতে নিরাপত্তা দেওয়ার পাশপাশি বাজার মনিটারিং করছেন রাউজান থানার পুলিশ। মাকের্টে ঈদের কেনাকাটা শেষে নিরাপদে ক্রেতারা বাড়ী যেতে পাওে সেজন্য রাউজান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারী করা হচ্ছে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।