দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম জোনের রাউজান এরিয়া শাখায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মো. রহমত ঊল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান এরিয়ার এরিয়া ম্যানেজার মো. শামসুল হক, শাখা ব্যবস্থাপক জায়মন আরা বেগম, শাখা কর্মকর্তাগণ । জোনাল ম্যানেজার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডঃ এ কেএম সাইফুল মজিদের আহবানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে ফলদ বনজ এবং ঔষুধী গাছের চারা রোপণ করার আহবান জানান। পরে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।