রাউজানে বেরুলিয়া খালের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সড়ক। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট স্রোতে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের মাওলানা আফজল সড়ক ও বাকের আলী তালুকদার সড়কটির বেশকিছু অংশ খালে বিলীন হয়ে গেছে। গতকাল শুক্রবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাউজান পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে খালের দুপাড়ের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।পায়ে হেঁটে চলাচল করা গেলেও বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াছ বলেন,আমরা দীর্ঘদিন ধরে সড়কের পাশে গাইডওয়াল নির্মাণের দাবি জানিয়ে আসছি। বিগত সরকার নানা অজুহাতে গাইডওয়াল নির্মাণ করেনি। প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট স্রোতে সড়কটির কিছু অংশ খালে বিলীন হয়ে গেছে। সংস্কার না করলে আমরা যাতায়ত করতে পারবো না। ২০-২৫টি পরিবারের চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছি। আমরা বিষয়টি রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে অবহিত করেছি। নুর হোসনে নামে আরেক ব্যক্তি বলেন, আমরা চাই আমাদের সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। এই সড়ক দিয়ে স্কুল, কলেজ শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়ত করে থাকেন। এছাড়া তার পাশে রয়েছে বিশাল খাদ্য ভাণ্ডারের কৃষি জমি। এলাকার কৃষকেরা সড়কটি ব্যবহার করে তাদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহন করে আসছেন যুগ যুগ ধরে। সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করলে কৃষিজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এই প্রসঙ্গে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রশাসকের দায়িত্বে থাকা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘আমাকে কেউ জানায়নি। আমি পৌর প্রশাসকের সঙ্গে কথা বলে করণীয় নির্ধারণ করবো।’
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।