নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’প্রতিপাদ্য সামনে রেখে রাউজানে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।রোববার (২৫ মে) সকাল ৯টায় রাউজান উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এরআগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়। এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার আল আমিন, নাজির কাম ক্যাশিয়ার সপ্তর্ষী চাকমা, পেশকার এলিন কান্তি দে, সায়রাত সহকারী তানজিনা আইরিন, সার্টিফিকেট সহকারী নুরুল আবছার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপ্লব চৌধুরী,সানাউল করিম, ফয়জুল ইসলাম, প্রবীর চৌধুরী,মামুনুর রশীদ, শহীদুল আলম জুয়েল, আরিফুর রহমান,ছরওয়ার আলম প্রমুখ।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, ভূমি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আবেগের জায়গা। এই আবেগের মূল আমাদের দিতে হবে। কীভাবে দিবো, আইনের উপর ভিত্তি করে দিবো।এই ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারবে। এই মেলা আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। সেবাপ্রত্যাশীদের দালাল চক্রের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।