স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য নিয়ে রাউজানে ভূমি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ৮জুন শনিবার রাউজান উপজেলা ভূমি অফিসে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম। বক্তব্য রাখেন, কানুগো শান্তি জীবন চাকমা, নাজির মোহাম্মদ ইলিয়াছ, সদর তশিলদার সৈয়দ মোহাম্মদ শওকত ওসমান সহ নোয়াপাড়া, ডাবুয়া, গহিরা, পশ্চিম গুজরা সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারাব বক্তব্য রাখেন। উদ্বোধক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, ভূমি মন্ত্রনালয়ের নির্দেশনায় উপজেলা পর্যায়ে সকল কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হয়। ভূমি জটিলতা নিরসনে রাউজান উপজেলা ভূমি অফিস সেবা প্রদান বন্ধপরিকর। দেশের নব্বই শতাংশ স্মার্ট নাগরিক। তারই ধারাবাহিকতায় রাউজানে স্মার্ট ভূমি সেবা উদ্বোধন করা হয়েছে। এই জন্য আমাদের সকল কার্যক্রম হবে সেবা মূলক ও জটিলতা মুক্ত। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণের মাধ্যমে পারদর্শী করা হয়েছে। সহজ ভাবে নিয়ম মেনে ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তাদের আন্তরিক ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।