চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে ইয়াবা সেবনের সময় ইউপি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় দু ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।আটককৃত দু ব্যক্তি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি ইউপি সদস্য ও স্থানীয়দের।মাদক সেবন কারী দুই ব্যক্তি উরকিরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আখতার হোসেনের ছেলে নয়ন (২৫), একই ইউনিয়নের বৈজ্জ্যাখালি গ্রামের বাসিন্দা মোঃ জনি (৩২)।বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল বলেন ১১ জুলাই দিবাগত রাত ১২.৩০ মিনিটের সময় মাদক সেবন কারী নয়নের বাসায় ইয়াবা সেবনের সময় স্থানীয় গ্রাম পুলিশ আমাকে খবর দিলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার আলমকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ হাতেনাতে ধরা পড়লে তাৎক্ষনিক বিষয়টি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়কে জানালে তিনি মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে বলে পুলিশ কে খবর দিতে বললে পরবর্তীতে ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সহযোগিতায় রাউজান থানার ওসিকে বিষয় টি জানালে পুলিশ এসে মাদক সেবন কারীদের আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন কে ফোন করে জানতে চাইলে তিনি জানান গতকাল দিবাগত রাতে দুই মাদক সেবন কারীকে আটক করা হয়েছে। আটককৃত দুই মাদক সেবন কারীদের ১২ জুলাই মঙ্গলবার মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য গত দু এক বছর আগে মাদক সেবন ও বিক্রির অভিযোগে স্হানীয় ইউপি সদস্য কাউছার আলমের সহযোগিতায় নয়ন পুলিশের কাছে আটক হয়ে জেল হাজত থেকে জামিনে বের হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।