রাউজানের পশ্চিম বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী বীর মুক্তিযোদ্ধা সন্তান রাজু দে ও তার স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ই ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের গোপাল ডাক্তার বাড়ি সংলগ্ন দোকানের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মৃত নতুন দে’র ছেলে ঝন্টু দে (৫৫) তার স্ত্রী রিংকু দে (৪৮), তাদের ছেলে তরু দে (৩০) ও প্রাপ্ত দে (২২)। রাউজান থানায় দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয় পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত স্বপন কান্তি দের ছেলে রাজু দের সঙ্গে যৎসামান্য বিষয়কে কেন্দ্র করে মারমুখী আচরণ করেন অভিযুক্তরা। এক পর্যায়ে শক্ত গাছের পাঠিসোটা দিয়ে আঘাত করে রাজু দে’র ডান পাঁয়ে, দুই হাতে, পিঠে ও শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত ও জখম করে। আর্ত্মচিৎকারে রাজু দের স্ত্রী মুন্নি দে এগিয়ে গেলে তার ডান হাতে আঘাত করে রক্তাক্ত করা হয়। এসময় কাপড়-চোপড় টানাহেগুঁড়া করে ব্লাউজ ছিড়ে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্বামী-স্ত্রী দুজন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে থানায় অভিযোগ দেন। গতকাল ১৮ আহতদের অবস্থা খারাপ হলে দুজনকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন মুক্তিযোদ্ধা প্রয়াত স্বপন কান্তি দের ছেলে রাজু দে ও তার মা মিনা দে। অপরদিকে অভিযুক্ত রিংকু দে ঘটনার সত্যতা স্বীকার কনে বলেছেন মুক্তিযোদ্ধার সন্তান প্রতিদিন আমাদেও গালমন্দ করেন এবং আমাদের দেখলে থুথু দেয়। আমরা অতিষ্ট হয়ে মারধর করেছি। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করতে এস আই অনুপমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।