রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। ১৬ ডিসেম্বর সকাল ৭টায় রাউজা উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা প্রশাসন,থানা,ফায়ার সার্ভিস,রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,রাজনৈতিক দল,রাউজান প্রেস ক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে বিজয় মেলা উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি এ কে এম শফিউল আলম চৌধুরী, প্রকৌশলী আবুল কালাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস, কৃষি অফিসার মাসুম কবির, ডাক্তার জয়িতা বসু। অপরদিকে রাত ১২টা ১মিনিটে রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।