বিগত ১৫ সালে রাউজানের নিঃশংস ভাবে খুন হওয়া রাউজানের যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার আসামি মহিউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ৫ জুন সোমবার বিকালে র্যাব ৭ এর একটি দল তাকে গ্রেপ্তার করে রাউজান থানায় সোপর্দ করেছে। আসামী শহীদুল রাউজান সদর ইউনিয়নের পশ্চিম রাউজান ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ির শাহ আলম চৌধুরীর ছেলে। কিছু দিন আগে র্যাব ওই মামলার অপর আসামি মো. রাশেদকে গ্রেপ্তার করেছিল। উল্লেখ্য এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সন্ত্রাসী আচমকা এসে ব্রেশ ফায়ার করে শহীদ খুন করেছিল পৌরসভার নয় নম্বার ওয়ার্ডের চারাবটতল এলাকায়। ওই ঘটনায় শহীদের মা বাদী হয়ে মামলা করেছিলেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আসামী গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, গতকাল ৬ জুন মঙ্গলবার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।