চট্টগ্রামের রাউজান কাপ্তাই সড়কে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো: ইমন (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। (২-জুন) রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের ধরেরটেক গঙ্গা মন্দিরের সামনে। এ ঘটনায় আহত হয়েছে মোঃ সামির (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী। নিহত মো: ইমন উপজেলা পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মনসুর আলীর বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে। আহত সামির ঐ এলাকার মোঃ মুসার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়া পথে যাত্রীবাহী বাস হানিফ পরিববন (ঢাকা-মেট্রো-ব ১৪-১৪১২) নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে দুইজনকে উদ্ধার করে নোয়াপাড়াস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আরিফ বলেন, হানিফ পরিববনের সাথে মোটরসাইক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করেছি। বাসের চালক পালাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।