রাউজানে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে)রাউজান উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষক ও অটো রাইস মিল নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজিত কুমার সুশীল, কৃষক বিশু চৌধুরী প্রমুখ। রাউজান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম জানান, এবছর ২৬৬ মেট্রিক টন চাল ও ৩১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ্যাপসের মাধ্যমে নিবন্ধিত কৃষক ও রেজিস্ট্রেশনভুক্ত রাইস মিল থেকে এই চাল ও ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবির জানান, প্রতি কেজি ৪৮ টাকা দরে চাল ও ৩৬ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে। কর্মসূচীর প্রথম দিনে রাইস মিল থেকে ১৬ টন চাল ও কৃষকদের কাছ থেকে ২১ টন ধান সংগ্রহ করা হয়েছে। এ সংগ্রহ কার্যক্রম আমাদের লক্ষমাত্রা অর্জন পর্যন্ত অব্যহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, রাউজানে খাদ্যশস্য মজুদ বছরব্যাপী চলমান রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে রাউজানে খাদ্যশস্য মজুদ স্বয়ংসম্পন্ন রাখার লক্ষ্য নিয়ে চাল ও ধান সংগ্রহ কার্যক্রম আমরা শুরু করেছি। সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কৃষি সরঞ্জাম প্রদান করায় এবছর রাউজানে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।