রাউজানে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন-এর একটি প্রতিনিধিদল রাউজানের নোয়াজিশপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন। ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি তাদের অর্থ সহায়তায় পরিচালিত ‘সিমস’ প্রকল্প পরিদর্শন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলানাতনে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সরোয়ার্দ্দি। সভায় ভাচ্যুালী যোগদিয়ে প্রতিনিধি দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। প্রতিনিধি দলটি অভিবাসন বিষয়ক, বিচারপ্রার্থী ও বিভিন্ন সেবা প্রার্থীদের সাথেও কথা বলেন। পরে গহিরা ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামীদের নিয়ে আয়োজিত এক প্রাক- প্রশিক্ষণ ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এ সময় হেলভেটাস বাংলাদেশ-এর সিমস প্রকল্প পরিচালক আবুল বাশার, প্রত্যাশী পরিচালক (প্রোগ্রাম) সৈয়দ শহীদ উদ্দিন, হেলভেটাস বাংলাদেশ-এর ন্যাশনাল মাইগ্রেশান এক্সপার্ট এবিএম ফরহাদ আল করিম, প্রত্যাশী সিমস প্রজেক্ট ম্যানেজার সূফি মনি সহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ইউনিয়ন পরিষদ সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।