মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহি বলেছেন বর্তমান সময়ে মান সম্পন্ন লেখাপড়ার বিকল্প বলতে কিছু নেই। তিনি বলেন দক্ষ মানব সম্পদ গড়তে প্রয়োজন ভাল শিক্ষক ও ভাল শিক্ষার্থী। কথার কথা লেখাপড়া দিয়ে দক্ষ মানব সম্পদ গড়া সম্ভব নয়। প্রতিটি ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতি ঘুষ প্রথা বন্ধ করতে হবে। সরকার লেখাপড়ার জন্য কোটি কোটি টাকা প্রতিমাসে ব্যয় করছেন, যাতে সরকারের এ টাকা আমরা লেখাপড়ার নামে অপচয় না করি। কেননা সরকার দিচ্ছে টিক এর যথাযত আমানতের দায়িত্ব আমাদের সকলের। কোটি কোটি টাকা ব্যয়ের পিছনে একটি মাত্র লক্ষ্য সেটি হচ্ছে ভাল মানের লেখাপড়া। তিনি গতকাল (১১ডিসেম্বর)রবিবার সকালে রাউজান গহিরা ডিগ্রী কলেজ, হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ, ফটিকছড়ি বাদশা মিয়া কলেজ পরিদর্শন শেষে স্থানিয় সাংবাদিকদের কাছে উপরোক্ত মন্থব্য করেন।অত্যন্ত সৎ ও শিক্ষক বান্ধব এ পরিচালক শিক্ষক-কর্মচারীদের সাথে শিক্ষার মনোন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।এয়াছিন শাহ্ পাবলিক কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এসময় এয়াছিন শাহ্ পাবলিক (বহুমূখী) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম, অধ্যাপক বিকিরণ বড়ুয়া,বজলুর রহমান,মঈনুল ইসলাম,স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন,সিনিয়র প্রভাষক আবদুল জাব্বার,লোকমান সিকদার,মুহাম্মদ ফারুক সহ প্রভাষক, প্রদর্শক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহি কলেজের কার্যক্রম ও কর্মরত শিক্ষক-কর্মচারীর আন্তরিকতা,সৌহার্দপুর্ণ পরিবেশ দেখে সন্তুুষ্টি প্রকাশ করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।