দুপুর ১২টা ২৭ মিনিট, লাঠির উপর ভর করে ভোটকেন্দ্র থেকে বের হচ্ছিলেন বয়সের ভারে নুয়ে পড়া ১০৫ বছর বয়সী রাণী প্রভা তালুকদার। বের হয়ে তিনি বলছিলেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাবুয়া ইউনিয়নের তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এমন মন্তব্য করেন এই প্রবীণ ভোটার। অন্যদিকে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা কলেজ কেন্দ্রে ও পৌর ৭নং ওয়ার্ডে বেশ কয়েকজন প্রবণী ব্যক্তি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া বিভিন্নকেন্দ্রে শারীরিক প্রতিবন্ধীরা ভোট প্রয়োগ করতে কেন্দ্রে ছুটে যান। পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে আনন্দে উদ্বেলিত হন তারা। ১০৫ বছর বয়সী রাণী প্রভা তালুকদার বলেন, শেষ বয়সে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুব ভালো লাগছে। একজন নাগরিক হিসেবে দেশ পরিচালনায় অংশগ্রহণকারীদের ভোট দেওয়ার আনন্দই আলাদা।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।