রাউজানে ৫দিন ব্যাপী ১৬০ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্সে শুরু হয়েছে। গতকাল ১৮ মে বুধবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন রাউজান উপজেলা পরিষদেও নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষন কোর্সে ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে ও রাউজান উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত ৫দিন ব্যাপী ১৬০ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিষু দে, রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ, স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।