চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ২১ আগস্ট এর নৃশংসতম হত্যাযজ্ঞের ১৯তম বার্ষিকীর আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন জামাত-বিএনপি স্বাধীনতা বিরোধী চক্র সুযোগ বুঝে এখনো ছোবল মারার চেষ্টায় আছে। তাঁদের বিষদাঁত ভেঙ্গে দিতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ২১ আগস্ট সোমবার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী আবদুল ওহাব। সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সগসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা কাজী ইকবাল, স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, কৃষক লীগ নেতা আলমগীর আলী, চেয়ারম্যান ভূপেষ বড়–য়া, আবদুর জব্বার সোহেল, জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, নুরুল আবছার বাশিঁ, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, কৃষক লীগ নেতা তছলিম উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সুমন দে, হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, আবু ছালেক, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।