রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব( মা.জি.আ) বলেছেন ফিলিস্তিনের মজলুম ও ছোট্র মাসুম বাচ্চা,নারী পুরুষদের হত্যা করে ঈসরাইল মানবতা বিরোধী অপরাধের সীমা ছাড়িয়ে পেলেছে।তিনি বলেন ঈসরাইলের একগুয়েমীতে ফুসে উঠেছে গোটা বিশ্ব মুসলিম।আল্লামা আহছান হাবিব১১ নভেম্বর ( শনিবার) রাতে দৈনিক ইনকিলাবের রাউজান সংবাদদাতা মাওলানা এম বেলাল উদ্দিনের পারিবারিক ব্যবস্থাপনায় আয়োজিত" ফাতেহা ইয়াজদাহুম" মাহফিলে উপরোক্ত বক্তব্য রাখেন।এতে এম বেলাল উদ্দিনের শিক্ষক গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫জন উস্তাজকে সংবর্ধনাও দেয়া হয়।তাঁরা হলেন সাবেক প্রিন্সিপাল পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব( মা.জি.আ),উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা কাজী সাইদুল আলম খাকী(মা.জি.আ),উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা জাহাঙ্গীর আলম রজভী(মা.জি.আ),আল্লামা হাফেজ নুর মোহাম্মদ মজিদী(মা.জি.আ),মাস্টার জাফর আলম জদিদী
(মা.জি.আ)।এতে পবিত্র খতমে গাউছিয়া আলীয়া শরিফ ও ত্বরিকতের খতমে গাউছিয়া ও নাতে মোস্তফা(স.) অনুষ্টিত হয়।আয়োজিত মাহফিলে রাজনীতিক এস এম বাবর,মাওলানা রফিকুল ইসলাম,মাস্টার ফরিদ মিয়া,জাহাঙ্গীর আলম সিকদার,আলহাজ্জ মাওলানা মুঃ আলী সিদ্দিকী,অধ্যাপক আবদুস সালাম,মাওলানা সৈয়দ আলী আকবর তৈয়্যবি,সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান,মাওলানা হারুনুর রশিদ কাদেরী,মাওলানা সোলায়মান চৌঃ,আলহাজ্জ সৈয়দ মাওলানা গিয়াস উদ্দিন,মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবি,মাওলানা আবদুল মাবুদ,মাওলানা তাজ মোঃ রেযভী,মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা মিনহাজ উদ্দিন,মাওলানা ওসমান গণী,মাওলানা শহিদুল্লাহ চৌঃ,মাওলানা আবদুল মালেক,মাওলানা শহিদুল্লাহ ভান্ডারী,হাফেজ নুরুল আবছার,মাওলানা হাসানুল করিম,হাফেজ ওমর ফারুক,মাওলানা এমরান,হাফেজ গোলাম মহিউদ্দিন, মাওলানা ওসমান,প্রবাসী মোঃ ইসমাইল,মোঃ রাসেদ কোম্পানী, নাজিম উদ্দিন ভান্ডারী,প্রমুখ।মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করেন উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা জাহাঙ্গীর আলম রজভী(মা.জি.আ)
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।