রাউজান সদর ইউনিয়নে মশার বংবিস্তাররোধে ফগার মেশিনে ঔষধ ছিটানো হয়েছে। গতকাল ২০ আগস্ট রোবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। এসময় তিনি বলেন এলাকার সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ঔষধ ছিঁটানোর এই কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রম চলমান থাকবে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন ধর, ডা. শাহরিয়ার কবির, সাংবাদিক মীর আসলাম, প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়–য়া প্রবাস, ইউপি সদস্য ফজলুর কাদের, ইউপি সদস্য দিলীপ কুমার দে, আওয়ামীলীগ নেতা আবদুর রশিদ, জামাল উদ্দিন, যুবলীগ নেতা কোরবান আলী জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।