রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষকরা অংশগ্রহন করেন। গত ৩০ মে মঙ্গলবার প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস এর সভাপতিত্বে ও শিক্ষক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভা হয় বিদ্যালয়ের হল রুমে। বক্তব্য রাখেন উরকিরচর মোহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া এতিমখানা পরিচালনা পরিষদ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার আজম, হাজী জহুর আলম, ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন শাহ, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জাকারিয়া, সহকারী প্রধান শিক্ষক মো সাইফুল আজম, মেরী বিশ্বাস, মো. আবু তালেব, কীর্তি রঞ্জন বড়ুয়া প্রমূখ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।