রাউজান সরকারি কলেজের পঞ্চম ব্যাচের অনার্স চতুর্থ বর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ জুন মঙ্গলবার সাজেদা কবির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষার্থী আদনান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরফাত, সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন সিফাত । এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।