অলিয়ে কামেল হযরত শাহ্ সুফী সৈয়্যদ মাওলানা গফুর আলী বোস্তামী (রহ:)এর বার্ষিক ওরশ শরীফ আজ ১৫ মার্চ শনিবার । রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ দরগাহ্ প্রঙ্গনে ওরশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সুফী সৈয়্যদ মাওলানা গফুর আলী বোস্তামী (রহ:) মসজিদ, মাদ্রাসা ও দরগাহ্ পরিচালনা পরিষদ। প্রতি বছরের ন্যায় কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর গরু মহিষ ও ছাগল জবেহ, বাদে আছর খতমে কোরআন, খতমে গাউছিয়া ও ইফতার মাহফিল। রাত ১০ টায় তাবারুক বিতরণ। উক্ত ওরশ শরীফে শরীক হয়ে হুজুরের রুহানী হাছিল করার আহবান জানিয়েছেন সুফী সৈয়্যদ মাওলানা গফুর আলী বোস্তামী (রহ:) দরগাহ্ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইব্রাহীম।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।