রাউজান থানার বিশেষ অভিযানে হুমায়ুন কবির (৫০) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সাজা প্রাপ্ত আসামীকে আটক করে পুলিশ।
জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় রাউজান থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনিছুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স পালাতক সাজা প্রাপ্ত এ আসামীকে আটক করতে সক্ষম হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, পরোয়ানাভুক্ত আটক আসামী নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন নুর বক্স টেন্ডলের বাড়ী আব্দুর রশীদের পুত্র। গতকাল সোমবার আটক এ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।