ঈদুল আযহাকে সামনে রেখে রাউজান পৌরসভার ৬-৮ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।সোমবার(২জুন) সকালে রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণে ও এম. জে স্কোয়ার কমিউনিটি সেন্টারে প্রায় ১৫'শ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর মোল্লার সভাপতিত্বে ও রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরার পরিচালনায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল।বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আজগর চৌধুরী, বিএনপি নেতা তৈয়ব সুলতান,শহীদ চৌধুরী,যুবদল নেতা শাহাদাত মির্জা,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল কিবরিয়া খোকন, যুবদল নেতা মুন্না তালুকদার ,ওমার ফারুক, ফোরকান, আবদুল।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।