রাউজান পৌর সুপার মার্কেটের ভিক্তিপ্রস্তর স্থাপন, নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের সম্মাননা ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, পৌরসভা উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পৌরবাসীর নিয়মিত টেক্স প্রদান করে এই পৌরসভাকে দেশের সবচেয়ে উন্নÍত সমৃদ্ধ পৌরসভায় উন্নিত করতে হবে। গতকাল ১৩ ডিসেম্বর সোমবার পৌরসভার কার্যলয়ের সামনের মাঠে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সভাপতিত্বে ও কাউন্সিলর জানে আলম জনির সঞ্চলনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল। নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, আলমগীর আলী, শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, জেবুনেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি। এর আগে সাংসদ পৌরসভার সুপার মার্কেট এর নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পরে প্রধান অতিথি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা উদ্বোধন করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।