পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ২জুন সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে প্রায় ৭ শতাধিক পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রশাসক ও উপজেলা প্রকৌশলী আবুল কালামের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনা চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা। উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ জসিম উদ্দিন মিঠু ,জাবেদ উদ্দিন, গাজী সোহেল, মোহাম্মদ রানা, মোহাম্মদ রকি, রাকিব, দুলাল, কামরুল, মোহাম্মদ জনি, মোহাম্মদ মনছুর আলম, নাছির, আল আমিন প্রমূখ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।