রাউজানে দুই কিলোমিটার লম্বা একটি সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে রাউজান প্রেসক্লাব। ১৮ জুলাই মঙ্গলবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়া কালীবাড়ি সড়কে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। এ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন দে, শিক্ষক সত্যরঞ্জন দাশ, নেপাল কর, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কামরুল ইসলাম বাবু, সাংবাদিক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, সদস্য রতন বড়ুয়া, রায়হান ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে এই উপজেলার ৫ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হচ্ছে। সংসদ সদস্য থেকে প্রাপ্ত প্রায় এক হাজার চারা গাছ রোপন করেন রাউজান প্রেসক্লাব।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।