রাউজান উপজেলার সাংবাদিকতার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সাংবাদিকতার ধারক ও বাহক ‘রাউজান প্রেস ক্লাব’ এর নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন রাউজান উপজেলার জামায়াত নেতৃবৃন্দ।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় রাউজান উপজেলার জামায়াতের আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাজাহান মঞ্জু,সেক্রেটারি মোহাম্মদ রিদোয়ান শাহ এবং রাউজান পৌরসভার আমীর বেলাল মুহাম্মদসহ জামায়াতের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি এস এম ইউসুফ উদ্দীন, সহ-সভাপতিবৃন্দ গাজী জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, কামাল উদ্দিন হাবিবী, যীশু সেন, সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, শাহাদাত হোসেন , সাংগঠনিক সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক আনিসুর, দফতর সম্পাদক আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্তকে অভিনন্দন জানান।এছাড়াও অভিনন্দন জানান নির্বাহী সদস্য মীর আসলাম,শফিউল আলম, এম বেলাল উদ্দীন, সাহেদুর রহমান মোর্শেদ, রমজান আলি ও কামরুল ইসলাম বাবু প্রমুখকে।জামাত নেতৃবৃন্দ বলেন, রাউজানের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠানের নব-নির্বাচিত কমিটি তথা তাদের সহকর্মীদের মাধ্যমে রাউজানের সমস্যা-সম্ভাবনার চিত্র জাতির সামনে ফুটে উঠবে। সাংবাদিক সমাজের ন্যায্য দাবি আদায়ে এই কমিটি আরো সাহসী ও অগ্রণী ভুমিকা পালন করবে বলেই আমাদের প্রত্যাশা।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।