রাউজান প্রেস ক্লাবের সদস্য দৈনিক মানবজমিন পত্রিকার রাউজান প্রতিনিধি, রায়হান ইসলামের পিতা মোহাম্মদ রফিক সওদাগর বাধ্যক জনিতে রোগে আক্রান্ত হয়ে ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের শেখ পাড়াস্থ বাড়ীতে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বৎসর। মোহাম্মদ রফিক সওদাগর মৃত্যুকালে ৪ ছেলে সন্তান ও ৩ কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে যায় । রাউজান প্রেস ক্লাবের সদস্য রায়হান ইসলামের পিতা মোহাম্মদ রফিক সওদাগরের মৃত্যুতে রাউজান প্রেস ক্লাবের সভপতি শফিউল আলম,সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, এম বেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ,জাহাঙ্গীর নেওয়াজ, জিয়াউর রহমান, রমজান আলী, নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবিবি, কামরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক লোকমান আনছারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, দপ্তর সম্পাদক আমির হামজা,প্রচার প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক যিশু সেন, সদস্য আরাফাত হোসেন, রতন বড়ুয়া, প্রকৌশলী দিলু বড়ুয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।