উৎসব মুখর পরিবেশে উদ্বোধন হলো রাউজান সদর ইউনিয়নের খানখানাবাদ সড়ক। সোমবার বিকালে প্রধান অতিথি থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। স্থানীয়রা জানান সাবেক ছাত্রনেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর ব্যক্তিগত অর্থায়ন এবং এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় প্রায় ৫৫০ ফুট দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম।মোহাম্মদ মাহবু আলম, আবদু সোবহান, নুর আলম,মোহাম্মদ আলি মাস্টার, কাসেম সওদাগর, আব্দুল সালাম,মোহাম্মদ ফুরকান, মোহাম্মদ নাজিম,মোহাম্মদ মিয়া,রিপন, গিয়াস, রাশেদ,জনি, আসিফ,সাজ্জাদ,আবির, রবি, আরিফ, তারেক,ফরহাদ,হোসাইন, এনাম, রনি, জাহেদ, আসিক,সাকিব,জোনাইদ, সজিব, আজাদ, মাসুদ,আরফান,মোহাম্মদ লিটন, মোহাম্মদ খোকনসহ আরও অনেকে। অবহেলা পড়ে থাকা সড়কে দীর্ঘ কয়েক যুগের ভোগান্তির অবসান ঘটায় খুশি এলাকাবাসী।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।