চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মশালা। ২৮ জুন এ আয়োজন করে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় মানসিক স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান লাইফস্প্রিং।দিনব্যাপী কর্মশালার মূল লক্ষ্য ছিল মানসিক সংকটে থাকা মানুষদের যথাযথভাবে বোঝা, সহানুভূতির সঙ্গে সাড়া দেওয়া এবং প্রয়োজনে পেশাদার সহায়তার দিকে রেফার করার জন্য অংশগ্রহণকারীদের প্রস্তুত করা।এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, কর্পোরেট পেশাজীবী, গৃহিণীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। সকলে মানসিক স্বাস্থ্য নিয়ে নিজেদের সচেতনতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের কথা জানান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাইফস্প্রিং এর ব্যবস্থাপনা পরিচালক ডা. সাঈদুল আশরাফ কুশল। তিনি বিষণ্ণতার মোকাবিলার কৌশল নিয়ে কথা বলেন। তিনি বলেন,অবসাদকে দূর করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি প্রতিক্রিয়াশীল অবস্থা,যা সহানুভূতির সঙ্গে দেখা উচিত।লাইফস্প্রিং এর চট্টগ্রাম শাখার মনোবিদ অভিজিৎ নাথ উপস্থিতিদের মাঝে উদ্বেগ,রাগ নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্যের কমন বিষয়গুলো কী এবং প্রাথমিক লক্ষণ তুলে ধরেন।
কর্মশালার শেষে একটি মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রশিক্ষকদের কাছ থেকে দিকনির্দেশনা নেন।অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক, অনেকে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বলে উল্লেখ করেন।কর্মশালায় উপস্থিত ছিলেন-নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের প্রিন্সিপাল- কমান্ডার জাকারিয়া পারভেজ। আশার আলো চট্টগ্রামের প্রিন্সিপাল- লেফটেন্যান্ট কমান্ডার মো. শরীফ, বিএনএস ইসা খান এর ট্রেনিং কো-অর্ডিনেটিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শানহলতা রায়, পাবলিক রিলেশন অফিসার ও কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া- সাব লেফটেন্যান্ট শরীফ আদনান, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুষমা রেজা।।এছাড়া কর্মশালায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি, এবং চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন গ্রামার স্কুল, আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল ও চট্টগ্রাম সানশাইন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। তাঁরা সবাই লাইফস্প্রিং-এর এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শ দেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।