সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক দুর্ঘটনায় রাউজানের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। গত ১৪ই ডিসেম্বর মুহাম্মদ ইকবাল (৪২) নামের এই প্রবাসী তার গাড়ির গ্যারেজে কাজ করছিলেন। এসময় একটি গাড়ি গ্যারেজের ভিতরে প্রবেশ করতে গিয়ে গাড়ির ধাক্কায় ওই প্রবাসী নিহত হন। নিহত প্রবাসী উপজেলার কদলপুর ইউনিয়নের সৌম্যজ্জাহাট এলাকার কাজী হাবিলদার বাড়ির কাজী এনামুল হকের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত প্রবাসী ইকবালের দুই মেয়ে এক সন্তানের জনক। এই দুঘর্টনার সংবাদ তার পরিবারের এলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসী স্বজনরা বলেছেন লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।