চট্টগ্রামের মহান দানবীর ছৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর ৫৪তম মৃ উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর গ্রামের মহসিন খ্যাত মহাপুরুষ, মহান দানবীর ও নোয়াজিষপুর ফতেনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়,ফতেনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসা,ফতেনগর অদুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী অদুদিয়া ফাজিল মাদ্রাসা,চন্দ্রঘোনা অদুদিয়া তৈয়্যবীয়া ফাজিল মাদ্রাসা,কাপ্তাই ফোরকানিয়া মাদ্রাসা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ছৈয়দ আব্দুল অদুদ চৌধুরী-এর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে অদুদ চৌধুরী মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় গত বছরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।সভায় সভাপতিত্ব করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা। উপস্থিত ছিলেন আলহাজ্ব নরুর ছাপা, মুহাম্মদ সেলিম উদ্দিন, এস.এম. জাহেদুল আলম, কামাল সিকদার, কাজি মঈনুদ্দিন, কাজি হেলাল উদ্দিন, ফজল করিম, নরুল আবছার, আবু জাফর, অজিৎ মাষ্টার, আবদুল মান্নান, সোলাইমান, আবছার সওদাগর, আবু সওদাগর, রফিক কাজি, শফি কাজি, কাজি সোলাইমান, আবু তৈয়ব, লোকমান মাষ্টার, মনসুর মাষ্টার, ইউসুফ, মাওলানা সেলিম উদ্দিন, মুহাম্মদ হাসেম, নাজিম উদ্দীন, হাসেম, গোলাম মোহাম্মদ, কাজি মনসুর, ইঞ্জিনিয়ার আবু জাকারিয়া, সৈয়দ তসলিম উদ্দিন, আবু সৈয়দ, মুহাম্মদ হাসান ও দিদারুল আলম প্রমুখ।সভা শেষে মাওলানা দিদারুল আলম ওয়াহেদী মুনাজাত পরিচালনা করেন।সভা বক্তারা বলেন, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে আব্দুল অদুদ চৌধুরীর অবদান আজও রাউজানবাসীর হৃদয়ে অম্লান। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও শিক্ষা, নৈতিকতা ও মানবতার আলো ছড়িয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।