বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে রাউজান পৌরসভা। গতকাল ৫ আগস্ট শনিবার পৌর কার্যালয়ে দোয়া মাহফিল, এতিম ও অসাহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণের মাধ্যমে দিনটি পালন করে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। দোয়া মাহফিলে মেয়র বলেন, শেখ কামাল বেঁেচ থাকলে দেশ অনেক এগিয়ে যেত। বিশেষ করে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্র বিশ^ পরিচিতি লাভ করতো। তিনি বলেন, পৃথিবীর জঘণ্যতম হত্যা কান্ড ছিল বঙ্গবন্ধুসহ স্বপরিবারকে হত্যার দিনটি। পরে মেয়র অসহায় ও এতিমদের উন্নত মানের খাবার ও নতুন কাপড় বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, জাহাঙ্গীর আলম মুন্সি, যুবলীগ নেতা সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মিডিয়া কর্মী নকিব সিদ্দিকী।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।