পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ছোট ভাইদের হামলার শিকার হল বড় ভাই। বিরোধ নিষ্পত্তিতে একাধিক শালিস বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি বরং বেড়েছে দূরত্ব।
সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে এমন দুঃখজনক হামলার ঘটনা ঘটে।গতকাল ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার নাজিরহাট এলাকায় ফাঁকা রাস্তায় এহামলা হয়।
জানা যায়, বাউরিয়া ৭নং ওয়ার্ডের মাওলানা মফিজুর রহমানের বাড়ির জিয়া,মাইন উদ্দন,সাইফুল ও মোসলেহ উদ্দিনের মধ্যে পারিবারিক ঝামেলা হয়। সম্পত্তির ভাগাভাগির জেরে ছোট দুই ভাই মাইন উদ্দিন ও জিয়া আরেক ভাই সাইফুলের নির্দেশে আপন বড় ভাই মোসলেহ উদ্দিনের উপর হামলা করে। এতে তিনি মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
মোসলেহ উদ্দিনের স্ত্রী জানান, শ্বশুর মফেজ উদ্দীন জীবিত থাকা অবস্থায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি করে দিয়ে যেতে পারেন নি।তিনি স্বামীসহ পরিবার নিয়ে গাজীপুর থাকেন। তার দেবররা সব ভোগ দখল করে। তার স্বামী সম্পত্তির ভাগ চাইতে সন্দ্বীপ গেলে তারা তার উপর হামলা করে মারাত্মক আহত করে।
এবিষয়ে জানতে চাইলে স্থানীয় মেম্বার ভূট্টো জানান, হামলার বিষয়টি তিনি আমাকে মোবাইলে জানিয়ে থানায় যাবেন বলে জানিয়েছেন। বিস্তারিত আর কিছু বলেন নি।
হামলাকারী হিসেবে অভিযুক্ত মাইন উদ্দিন জানান,এমন কোন ঘটনা ঘটে নি।
সন্দ্বীপ থানার ডিউটি অফিসার এএসআই মোশাররফ জানান, আজকের দিন পর্যন্ত কোন অভিযোগ হয়েছে বলে আমাদের রেকর্ডে নেই।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।