মীরধার পাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ হামিদ সওদাগরের বেয়াই দেশের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি শামসু উদ্দিন সওদাগর ( ১১০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী.. রাউজেন)। ২৪ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টায় পশ্চিম গুজরা ৭ নং ওয়ার্ড মীরধার পাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যজনিত রোগ ভুগছিল। তিনি ৩ সন্তান ও ৩ কন্যাসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। হামিদ সওদাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।